¡Sorpréndeme!

গোপালগঞ্জে স্কুলগুলোর বেহাল দশা

2016-10-06 2 Dailymotion

গোপালগঞ্জ জেলার প্রায় শতাধিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক শিক্ষার পাঠদান। দীর্ঘদিনেও এর সমাধান না হওয়ায় বিদ্যালয়ে পাঠ দান ব্যাহতের পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আর শিগগিরই বেশ কয়েকটি ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।

গোপালগঞ্জের ৫ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ৮শ ৪৯টি। সরকারী হিসেবে ঝুঁকিপূর্ণ ৭৫টি। আর ১শ ৯৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৪৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

পরিত্যক্ত ঘোষণার পরও বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদানসহ বিদ্যালয়ের কার্যক্রম। একটু বৃষ্টি হলেই ফুটো টিনের চালা আর ছাদ চুঁইয়ে ঝরছে পানি। আবার কোথাও পাঠদান চলছে খোলা আকাশের নিচে।

পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।