¡Sorpréndeme!

বগুড়ায় দুই জেএমবি সদস্যর আত্মসমর্পণ

2016-10-06 6 Dailymotion

বগুড়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো নব্য জেএমবির দুই সদস্য। দুপুরে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে মাহমুদ ও হাকিম নামে ওই দুই জঙ্গি আত্মসমর্পন করে। রেব জানায়, এই দুইজন গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের ঘনিষ্ঠ সহযোগী। তবে এ হামলার সঙ্গে জড়িত নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করলো আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান নামে দুই জঙ্গি। নিজেদের ভুল বুঝতে পেরেই, স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তারা।

রেবের তত্বাবধানেই আত্মসমর্পণকারী দুই জঙ্গিকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক।

অন্যদেরও আত্মসমর্পনের আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের মদদদাতা ও অর্থায়নকারীদের নির্মূল করা হবে।

আত্মসমর্পণ করায় পূর্বঘোষণা অনুযায়ী তাদের প্রত্যেকের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।