¡Sorpréndeme!

ভাঙনের কবলে মুন্সীগঞ্জের ইসমানি চর

2016-10-04 3 Dailymotion

ভাঙনের কবলে মুন্সীগঞ্জের ইসমানি চর। এর মধ্যে বিলীন হয়ে গেছে মেঘনা নদী সংলগ্ন বেশকিছু ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ কৃষিজমি।

মানচিত্র হারিয়ে যেতে বসেছে গজারিয়ার ইসমানি চর। প্রতিবছরই ভাঙনের শিকার হয় এ গ্রামটি। এবারের ভাঙনে বিলিন হয়ে গেছে বেশকিছু বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে আবাদিজমিসহ বিভিন্ন স্থাপনা।

এতে আতংকে রয়েছে গ্রামের প্রায় ৭শ পরিবার। তাদের অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলন করায় মারাত্মক আকার ধারণ করেছে ভাঙ্গণ।

বছর বছর ভাঙতে ভাঙতে থাকলেও এটি রক্ষায় কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।