বরিশালে জলদস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ ১৪ জন সদস্য আত্মসমর্পণ করেছে। দুপুরে রেব ৮ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দেয়ার মধ্য দিয়ে তারা আত্মসমর্পণ করে। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের আইনী সহয়তা হবে। এ সময় রেবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, সুন্দরবনকে শীগগিরই দস্যুমুক্ত করা হবে।
স্বাভাবিক জীবনে ফিরে আসতে বরিশালে রেব ৮ এর কার্যালয়ে আত্মসমর্পন করে ১৪ জন দস্যু। এসময় ২০টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮ রাউন্ড গুলিও জমা দেয় তারা।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার যে কোন ধরনের সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে কঠোর অবস্থানে রয়েছে বলে।
র্যাবে মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, শিগগিরই দক্ষিণাঞ্চল জলদস্যু মুক্ত করা হবে।