কুমিল্লা পিটিআই সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকারা এ অভিযোগ তুলে তার শাস্তি দাবি করেছেন। আর সুপারকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেছেন তারা।
ফেনী পিটিআইয়ে থাকাকালেও অন্তত ১০ শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ ছিলো সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে। কুমিল্লায় বদলি হয়ে আসার পর একে একে অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। সবশেষ এক শিক্ষিকাকে ইনিস্টিটিউটের সামনে থেকে কয়েকজনের সহযোগিতায় তুলে নিয়ে শ্লিলতাহানীর পর শুরু হয় আন্দোলন। মঙ্গলবার পিটিআই থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
সুপারের বিরুদ্ধে ভুক্তভোগিরা জানালেন তাদের ক্ষোভ।
প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সালেহা আক্তার বলেন, সুপারের বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।
জেলা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, এর আগেও রাইহুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিলো।