ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। ১শ’ ৮৯তম ঈদ জামাত উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দেশের সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ মাঠে দাগ কাটা, মিম্বর ও দেয়ালে নতুন রঙ করা, ওজুখানায় পানি সরবরাহ, মাইক ও বৈদ্যুতিক লাইন সংযোগসহ বিভিন্ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে রেব-পুলিশের টহল আর বিভিন্ন পয়েন্টে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি।
মুসল্লিদের যাতায়াত সুবিধায় থাকছে বিশেষ ট্রেন সার্ভিস। এবার ১৮৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।