¡Sorpréndeme!

নরসিংদীতে লটকন চাষে সাফল্য

2016-06-22 4 Dailymotion

নরসিংদীতে এবার লটকনের বাম্পার ফলন হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে বিদেশেও। বাজারে এর দাম ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন চাষীরা।

লটকন উঁচু ও সমতল সব ধরনের জমিতেই জন্মে। মাটি ও জাতগুনে এর স্বাদ টক ও মিষ্টি দু’রকমেরই হয়। প্রচুর পুষ্টিগুনে ভরপুর লটকন চাষে কোন বাড়তি জায়গার প্রয়োজন পড়ে না। লটকন নানা নামে পরিচিত, যেমন- Rambai, Rambi, Mafai-farang, Lamkhae, Ra mai ইত্যাদি।

নরসিংদীতে লটকন চাষে ব্যাপক সাফল্য পেয়েছে চাষীরা। আর্থিক লাভের কারণে চাষীদের মধ্যে লটকন চাষে উৎসাহ বেড়েছে। পাশাপাশি বাড়ছে বাগানের সংখ্যাও।
স্থানীয় চাহিদা মিটিয়ে লটকন রাজধানীসহ রপ্তানি হচ্ছে বিদেশেও।

এলাকার মাটি লটকন চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় কম খরচে বেশী ফলন পাওয়া যায় বলে জানালেন কৃষি সম্প্রসারণ অফিসার।

চিকিৎসকদের মতে, লটকনে রয়েছে ভেষজ নানা পুষ্টিগুন, যা রোগ প্রতিরোধেও খুবই কার্যকরী।