¡Sorpréndeme!

শিশুশ্রম কমছে না

2016-04-19 5 Dailymotion

দেশের প্রচলিত শ্রম আইনে শিশুশ্রম নিষিদ্ধ হলেও মানা হচ্ছে না তা। নামমাত্র মজুরী দিয়ে তাদের নিয়োগ দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সেইসঙ্গে তাদের ওপর চলে শারীরিক নির্যাতনও। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিশুশ্রম নিয়ে প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য-চিত্রে, রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট।

শিশু অধিকার রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা বলা হলেও বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। প্রাথমিকের গন্ডি না পেরুতেই অনেক শিশু জড়িয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ কাজে। অথচ জীবিকার তাগিদে কাজে এলেও পাচ্ছেনা ন্যায্য মজুরিটুকুও। সপ্তাহে মাত্র ৫০ থেকে এক’শ টাকার বিনিময়ে কাজ করছে তারা। এমন দৃশ্য কুষ্টিয়ার খোকসার।

আইনের যথাযথ প্রয়োগ না থাকায় শিশু শ্রম বাড়ছে, এমন দাবি স্থানীয়দের।
যেসব প্রতিষ্ঠান শিশুদের কাজে নিয়োগ করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিটি শিশুর, আর রাষ্ট্রের দায়িত্ব সে অধিকার নিশ্চিত করা- এমনটাই বলছেন স্থানীয়রা।