¡Sorpréndeme!

সমস্যায় জর্জরিত নড়াইলের প্রতিবন্ধী স্কুল

2016-04-02 1 Dailymotion

মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা একটি। শারীরিক কিংবা দৃষ্টি জনিত কারণে কোনো শিশুই যেন শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বাদ না পড়ে, সেজন্য সরকার ব্যবস্থা নিলেও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় অনেক প্রতিবন্ধী শিশু বঞ্চিত হচ্ছে সে সেবা থেকে। লোকবল সংকট আর অন্যান্য সুযোগ সুবিধার অভাবে নড়াইলের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে চলছে। প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর বেহাল দশা নিয়ে দু’পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। প্রতিনিধি হাফিজুল নীলুর তথ্য-চিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট।

দৃষ্টিহীনদের শিক্ষা সুবিধা দিতে বেসরকারী উদ্যোগে ১৯৫৭ সালে ব্রেইল পদ্ধতিতে পাঠদান শুরু হয়। ৬০ এর দশকে সরকারের সমাজসেবা অধিদফতরাধীনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ও জেলাগুলোতে সমন্বিত বিদ্যালয় চালু করা হয়। এ রকমই একটি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে নড়াইলের তুলারামপুরে।

১৯৮৫ সালে আবাসিক ব্যবস্থাসহ দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম শুরু হলেও মূল ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া বাসায় চলছে এর কার্যক্রম। বর্তমানে শিক্ষার্থী মাত্র ১০ জন। ব্রেইল বইয়ের সংকটের পাশাপাশি রয়েছে খাবার সংকটও।