প্রতারণার শিকার হয়ে হজ্ব করা হলোনা ফরিদপুরের দেড়শতাধিক যাত্রীর। প্রায় পাঁচ কোটি হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে স্থানীয় মাশরুর এয়ার ট্রাভেলসের মালিক। প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
হজ্বে পাঠানোর কথা বলে ফরিদপুরের দেড় শতাধিক মানুষ থেকে আড়াই লাখ টাকা করে আদায় করে স্থানীয় মাশরুর এয়ার ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠান। নানা উযুহাতে সময় ক্ষেপন করে এখন উধাও প্রতিষ্ঠানের মালিক আহমদ মাশরুর।
এদিকে, টাকা হাতিয়ে নেয়ার সত্যতা স্বীকার করলেন অভিযুক্তের স্ত্রী।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।