¡Sorpréndeme!

খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ

2016-02-05 1 Dailymotion

24-11-2013
শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের নামে খেলার মাঠ দখল করে গড়ে তোলা হয়েছে ভবন। আর তাতে স্কুলের পাঠদানের বদলে চলছে এনজিও’র কার্যক্রম। সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে এমন ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী।

যমুনা নদী ও হুড়াসাগর নদে ঘিরে থাকা চর এলাকা ভেড়াখোলা গ্রাম। শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এই চরে ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরী করা ভবন নিয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী দাবি করেছেন, নতুন ভবনটি বিদ্যালয় দু’টির সম্প্রসারিত অংশ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের একাংশ ব্যবহৃত হচ্ছে একটি বেসরকারী সংস্থার কাজে।