¡Sorpréndeme!

abdur razzak bin youssuf

2015-08-21 1 Dailymotion

:::আস সালামু আলাইকুম
আপনি অবগত আছেন যে, গত ২০১৩ সালের আগস্ট মাস থেকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পবিত্র কুরআন ও ছহিহ হাদীছের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগপযোগী আলেম তৈরী করার লক্ষ্যে আল- জামি‘আহ আস সালাফিয়া প্রতিষ্ঠা করত অদ্যবধি পরিচালনা করে আসছেন।
জামেয়া সালাফিয়া প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই মহান আল্লাহর রহমতে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় আমরা তিন তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক ভবন নির্মাণ করতে সক্ষম হয়েছি, যার প্রতি তলায় ১৮/২০ ফুট বিশিষ্ট ১০ টি করে রুম আছে। এবং ছাত্রীদের জন্য ১৫/২০ ফুটের ইটের দেয়াল বিশিষ্ট ৪টি রুম নির্মাণ করা হয়েছে। ফালিল্লাহিল হামদ। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ছাত্র বিভাগে ১১৮ জন ছাত্র, ১০ জন শিক্ষক, চার জন কর্মচারী এবং ছাত্রী বিভাগে ৩১ জন ছাত্রী, ৫ জন শিক্ষিকা ও ১ জন কর্মচারিণী রয়েছে। জামেয়া সালাফিয়া তার প্রতিষ্ঠার প্রথম বছরেই ২০১৪ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় শতভাগ এ প্লাস পাওয়ার সাফল্য অর্জন করে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে প্রতি মাসে সকলের জন্য উন্মুক্ত দারসে বুখারী নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। ফালিল্লাহিল হামদ।
বর্তমান খরচ: আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে শিক্ষক ও কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে ১ লক্ষ ৪৬ হাজার টাকা খরচ হয়। এবং ৮ জন ইয়াতিম সহ বেশ কিছু দরিদ্র ছেলের খাওয়া খরচ বাবদ প্রতি মাসে প্রায় ৬০,০০০ হাজার টাকা খরচ হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা:
প্রতিষ্ঠানের প্রয়োজনে আমাদের কয়েকটি কাজের পদক্ষেপ গ্রহণ খুব জরুরী হয়ে পড়েছে। সেই হিসেবে আমরা অতি দ্রুত কিছু কাজে হাত দিতে চাই,
১- ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রী আবাসিক ভবন র্র্নিমাণ। যার ১ম তলা নির্মাণে খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা।
২- দুই ইউনিট বিশিষ্ট ৫ তলার একটি শিক্ষক আবাসিক ভবন নির্মাণ।
৩- নয় হাজার বর্গফুট বিশিষ্ট একটি ৫ তলা মসজিদ নির্মাণ। যার ১ম তলা নির্মাণে খরচ হবে প্রায় দেড় কোটি টাকা।
৪- একটি উন্নত মানের লাইব্রেরী ও গবেষণাগার প্রতিষ্ঠা।
সম্মানিত পাঠক !
রামজান মাসে রাসূল ছা: অত্যাধিক হারে বিশেষ ভাবে দান করতেন। আপনারা এই মহান পবিত্র মাসকে সামনে রেখে বেশী বেশী দান করুন! যাতে করে মহান আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমরা উক্ত পরিকল্পনা গুলো সহজেই বাস্তবায়ন করতে পারি।
মহান আল্লাহ আপনাদের দ্বীনী কাজে বেশী বেশী সহযোগিতাকে কিয়ামতের মাঠে আপনাদের জন্য দলীল হিসেবে গ্রহণ করূন! আমীন!
দান পাঠানোর ঠিকানা: বিকাশ নাম্বার:০১৮৬৬৭৫৭৫১৪। ডাচ-বাংলা মোবাইল ব্যাংক: ০১৮৬৯০৮৪০১৩-৬।
আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী : ০০৭১১২০০০৪০২৭।
সার্বিক যোগাযোগ :মোবাইল ০১৭১৭০৮৮৯৬৭, ০১৮৬৯০৮৪০১৩و ০১৮৫২২৫৯৮৭৯ ই-মেইল : [email protected]
প্রতিষ্ঠানটির অবস্থান ও যাওয়ার পথ
‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’ প্রতিষ্ঠানটি পূর্বাচল আধুনিক সিটি থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। চিটাগাংগ ও সিলেট বিভাগ থেকে আসতে হলে ভূলতা (গাউসিয়া) হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে দেবই বাজারে এসে রিকশা যোগে জামেয়া সালাফিয়ায়। বরিশাল, খুলনা ও ঢাকা থেকে আসতে হলে খিলক্ষেত/কুড়িল হয়ে সি.এনজি যোগে কাঞ্চন ব্রীজ হয়ে দেবই বাজার। এরপর রিকশা যোগে জামেয়া সালাফিয়ায়। রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আসতে হলে, গাজীপুর, টঙ্গী স্টেশন রোড থেকে লেগুনা/সিএনজি যোগে পলখান (পূর্বাচল আদর্শ কলেজ) হয়ে সি.এন.জি যোগে বেলদী বাজার। এরপর রিকশা যোগে জামেয়া সালাফিয়ায় । অথবা গাজীপুর, জয়দেবপুর থেকে লেগুনা/সিএনজি যোগে কালনী হয়ে রিকশা যোগে জামেয়া সালাফিয়ায়।