নিজস্ব প্রতিনিধি, লন্ডনঃ রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যুক্তরাজ্যে এ বছরের বিভিন্ন পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, রাজনগরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান এবং জাকজমকপূর্ণভাবে মহান দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
৯ নভেম্বর রবিবার ব্রিকলেইনের আমার গাঁও রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও বিবিসিসির ফাইনেন্স ডায়রেক্টার সাইদুর রহমান রেনু জেপি। সাধারণ সম্পাদক মাকিনুর রশিদের পরিচালনায় এতে অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কলামিষ্ট আব্দুল মান্নান, সাবেক সভাপতি বিবিসিসির নব নির্বাচিত ডাইরেক্টর আতাউর রহমান কুটি, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তরফদার মসুদ, মঈনুল ইসলাম, ট্রেজারার আব্দুল মুকিত ফারুক সহ সভাপতি আব্দুল মালিক। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের নেতা আব্দু রব, ফয়জুল হক, আব্দুল বারী, আবুল কালাম, আজিজুল হক, সোয়ালিহীন করিম চৌধুরী, জাকির খাঁন, আতাউর রহমান সিপলু, আব্দুস সালাম, শাওন রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্যে ও রাজনগরে বিভিন্ন সমাজিক অনুষ্ঠানের পাশাপাশি দেশে অসহায় গরীব মানুষের সহযোগীতা, গরীব মেধাবী ছাত্রÑছাত্রীদের আর্থিক সহায়তা, বিধাবাদের সাহায্য ও দরিদ্র মেয়েদের বিবাহসহযোগীতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নির্মানে সহায়তা করে আসছে। সংগঠনের কার্যক্রমকে অব্যাহত রাখতে যুক্তরাজ্য প্রবাসী রাজনগরবাসীদের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।