¡Sorpréndeme!

শোলাকিয়ায় ঈদের জামাত

2014-02-18 3 Dailymotion

দেশের সর্ববৃহৎ ঈদ জামাত, অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে ভোর থেকে জামায়েত হতে থাকেন মুসল্লিরা। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির পাশাপাশি, জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের ১৮৬তম ঈদ জামাতে অংশ নিতে, আগে থেকেই দেশের বিভিন্ন এলাকার মুসুল্লিরা ঈদগাহ মাঠ, শহরে আত্মীয় স্বজনের বাড়ীতে অবস্থান নেন। সকাল থেকে কানায় কানায় ভরে উঠে ঈদগাহের বিশাল মাঠ। জামাতে ইমামতি করেন মওলানা ফরিদউদ্দিন মাসউদ।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দানে ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প। সতর্ক প্রহরায় তৎপর ছিলেন বোমা বিশেষজ্ঞরা। জরুরী মেডিক্যাল টিমও ছিল ঈদগাহে।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বৃহৎ ঈদের জামাত