¡Sorpréndeme!

পূর্ণ বন্দরের মর্যাদা পায়নি বাংলাবান্ধা ইমিগ্রেশন পোর্ট

2014-02-15 44 Dailymotion

10-09-2013
ভারত, নেপাল, ভূটান ও চীনের সঙ্গে আমদানি রপ্তানিসহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পঞ্চগড়ের বাংলাবান্ধা একটি উল্লেখযোগ্য স্থলবন্দর। তবে ইমিগ্রেশন সুবিধা চালু না হওয়ায়
এটি এখনো পায়নি পূর্ণাঙ্গ স্থলবন্দরের সুবিধা। এটি চালু হলে এ ৫টি দেশের মধ্যে পর্যটক চলাচল বাড়বে। বাড়বে রাজস্ব আদায়।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগে শুধু ভারত থেকে পাথর আমদানি হত। ১৯৯৭ সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রাক টু ট্রাক পদ্ধতিতে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়। এরপর ২০১১ সালের ২২ জানুয়ারী সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর হলে বেড়ে যায় আমদানি-রপ্তানির পরিমাণ।

আমদানি-রপ্তানি কার্যক্রম থাকলেও ইমিগ্রেশন সুবিধা না থাকায় পুরোপুরি বিকশিত হচ্ছে না ব্যবসা-বাণিজ্য, বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ ও বৈদেশিক আয়।

ভারত সরকারের আন্তরিকতার অভাবে ইমিগ্রেশনের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না বলে জানালেন, স্থানীয় সংসদ সদস্য।

বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে শুধু এ জনপদের নয়, গোটা দেশের আর্থ সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Banglabandha Immigration Port:::: https://youtu.be/zM3bWuVJIiI